বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক 

মুন্সীগঞ্জে ৫শ ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজাসহ জয় ও জাহিদ খান নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় পালিয়ে যায় অপর মাদক ব্যবসায়ী শান্ত। 

আটক মাদক ব্যবসায়ী জয় নৈদিঘিরপাথর এলাকার জালাল উদ্দিনের ছেলে এবং জাহিদ খান টেঙ্গর এলাকার সনেটের বাড়ির ভাড়াটিয়া জাকির খানের ছেলে। 

এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জয়ের বড়ভাই শান্ত পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় নিয়মিত মামলার রুজু করে বুধবার (২৯ নভেম্বর) আদালতের প্রেরণ করা হয়েছে। 

জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের (ওসি) মো. ফখরুদ্দিন ভূইয়া জানান, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন দুই ভাই শান্ত, জয় ও তাদের পাটনার জাহিদ খান। পরে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫শ ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয়। 
 
টিএইচ